রাজডক - Rajdoc
Banolata-2023-03-09.gif
Banolata-2024-03-09.gif

ডাঃ এর সিরিয়াল দিন

কি কি উপসর্গ থাকলে করোনা ভ্যাকসিন নেওয়া উচিত নয়!
Share on

২৪-০২-২০২১

কি কি উপসর্গ থাকলে করোনা ভ্যাকসিন নেওয়া উচিত নয়!

একটা ফ্যাক্ট লিস্ট প্রকাশ করেছে বিশেষজ্ঞরা। সেখানে বলা হয়েছে যাদের আগে থেকে কয়েকটি উপসর্গ রয়েছে তাদের এই ভ্যাকসিন না নেওয়াই ভালো।

কারণ টিকাকরণের পর সমস্যা দেখা দিতে পারে। ভারত বায়োটেক জানিয়েছে, যাদের অ্যালার্জির সমস্যা রয়েছে, শিশুদের স্তন্যপান করানো মা, গর্ভবতী মহিলাদের প্রথমে ভ্যাকসিন নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

এমনকি রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখার ঔষধ খান যারা, জ্বর রয়েছে, রক্তপাতের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে করোনা ভ্যাকসিন নেওয়ার নিরাপদ নাও হতে পারে বলে জানিয়েছে ভ্যাকসিন প্রস্তুতকারক ভারত বায়োটেক।

সম্প্রতি যাদের মৃত্যু রয়েছে তাদের ক্ষেত্রে শ্বাসকষ্ট দেখা দিয়েছে ভ্যাকসিন নেওয়ার পর। ভারত বায়োটেক জানায়, ভ্যাকসিন নিলে শ্বাসকষ্ট বেড়ে যেতে পারে।

শ্বাসকষ্ট ছাড়াও টিকা প্রাপকের মুখ ও গলা ফুলে যেতে পারে। সারা শরীরে ফুসকুড়ি দেখা দিতে পারে। শরীর দুর্বল হয় অনেক ক্ষেত্রে।

টিকা নেওয়ার আগে কি ওষুধ খাচ্ছেন এবং কি ধরনের এলার্জি রয়েছে, তা চিকিৎসককে জানান ভ্যাকসিন গ্রহণ করার আগে।

কোভ্যাকসিনের প্রতিষেধকের পার্শ্বপ্রতিক্রিয়ার মধ্যে সারা শরীরে অসম্ভব যন্ত্রণা, অঙ্গ-প্রত্যঙ্গ ফুলে যাওয়া, চুলকানি, মাথা ব্যাথা, জ্বর, বমি বমি ভাব থাকতে পারে।

এই পাতাটি ৪৪৬বার পড়া হয়েছে

স্বাস্থ্য প্রবন্ধ



যোগাযোগ
প্যারামেডিকেল রোড
লক্ষ্মীপুর, রাজশাহী
Email: info@rajdoc.com