রাজডক - Rajdoc
Banolata-2023-03-09.gif
Banolata-2024-03-09.gif

ডাঃ এর সিরিয়াল দিন

ডেঙ্গু রোগ সম্পর্কে সচেতন হই। ডাঃ শেখ মোঃ আফজাল উদ্দীন এমবিবিএস, বিসিএস, এমডি (ইন্টারনাল মেডিসিন)
Share on

২৮-০৯-২০২৪

ডেঙ্গু রোগ সম্পর্কে সচেতন হই। ডাঃ শেখ মোঃ আফজাল উদ্দীন এমবিবিএস, বিসিএস, এমডি (ইন্টারনাল মেডিসিন)

ডেঙ্গু একটা ভয়ানক রোগ । এটা ভাইরাস জনিত রোগ। সারা পৃথিবিতেই ডেঙ্গু আছে। আমাদের দেশে সাধারনত এই মৌসুমেই ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়ে যায়। গত বছর বাংলাদেশে ডেঙ্গুতে মৃত্যুর হার ছিলো সর্বচ। আমরা যদি ডেঙ্গু রোগ সম্পর্কে সচেতন হই। এটা একটা মশা বাহিত রোগ। সাধারনত আমাদের আশে পাসের বিভিন্ন জিনিস, যেমন ফুলের টব, পানির বোতল, নারকেলের মালা ইত্যাদি তে পানি জমে সেখানে এডিস মশা ডিম পাড়ে, বংশ বিস্তার করে ও ডেঙ্গু ছড়ায়।

তো আমারা যদি সচেতনতা মূলক ভাবে যদি ফুলের টব, পানির ক্যান অন্যন্য পানি জমার যায়গা গুলো পরিস্কার করে ফেলতে পারি। তাহলেই মশা ডিম দিয়ে বংশ বিস্তার করতে পারবে না। সাথে আরও একটা বিষয়ে সচেতন হতে হবে। যে দিনে মশা কামড়ালেই যে শুধু ডেঙ্গু হবে তা না। রাতে মশা কামড়ালেও ডেঙ্গু হতে পারে। দিনে রাতে দুটোতেই হতে পারে।

মশারির মধ্যে থাকলে এটা প্রতিরোধ করা যায়। যদিও আজকাল বাজারে অনেক রিপিলেন্ট পাওয়া যাচ্ছে, যেগুলো মাখলে মশা কামড়ালে ডেঙ্গু হয় না, তারপরেও দেখা যায় ডেঙ্গু হচ্ছে। তাই আমাদের ডেঙ্গু বিষয়ে সব সময় খুবই সচেত্ন থাকতে হবে। আর মনে রাখতে হবে প্রতিকারের চাইতে প্রতিরোধই উত্তম। মহান আল্লাহ তালাহ আমদের এই মরন ঘাতি রোগ থেকে সবাইকে হেফাজত করুন ।

ডাঃ শেখ মো: আফজাল উদ্দীন
এমবিবিএস,বিসিএস (স্বাস্থ্য), এমডি(ইন্টারনাল মেডিসিন)

মেডিসিন বিশেষজ্ঞ
সহযোগী অধ্যাপক(মেডিসিন)
ইউনিট প্রধান (মেডিসিন ইউনিট - ৩)
রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতাল, রাজশাহী (এক্স)।

সহযোগী অধ্যাপক ও
বিভাগীয় প্রধান
(মেডিসিন),
যশোর মেডিকেল কলেজ (এক্স)।

এই পাতাটি ১৫০বার পড়া হয়েছে

স্বাস্থ্য প্রবন্ধ



যোগাযোগ
প্যারামেডিকেল রোড
লক্ষ্মীপুর, রাজশাহী
Email: info@rajdoc.com